গত রোববার এমভি আবুল হাশেম নামক ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ৬ জন জেলেসহ সমুদ্রে গিয়েছিল। সেই বোটটি সোমবার বেলা ২টার দিকে মাছ ধরে ফেরার সময় তীব্র ঢেউ এবং স্রোতের কারণে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় ডুবতে থাকে।
১৫ কেজি ওজনের রুই মাছটি প্রতি কেজি ৩ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এছাড়া, ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছের দাম ছিল যথাক্রমে ২৮ হাজার ৮০০ টাকা এবং ১০ হাজার ৫০০ টাকা, যা মোট ৩৯ হাজার ৩০০ টাকা।
নদীতে মাছের আকাল থাকার ফলে ঘাটে মাছের আমদানি কম। বসে বসে অলস সময় কাটাচ্ছেন আড়তের ব্যবসায়ীরা। ঘাটে মাছ ব্যবসায়ীদের সমাগম ও কেনাকাটার হাঁকডাক নেই। আমদানি-রপ্তানি না থাকায় গত কয়েক মাস ধরে স্থানীয় বরফ কলগুলোও বন্ধ রয়েছে।